শুভেচ্ছা ও শুভকামনা, গৌড় সোনামসজিদ জেআর. উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে, আমি মোঃ নুর আমিন এই সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সকল অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীদের কাছে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। গৌড় সোনামসজিদ জেআর. উচ্চ বিদ্যালয় একটি অত্যন্ত সশক্ত এবং উন্নত শিক্ষা প্রতিষ্ঠান। এই স্কুলের উদ্যোগে শিক্ষার্থীদের বৃদ্ধি হচ্ছে অত্যন্ত সফলভাবে। আমি, মোঃ নুর আমিন, এই সূচনা দিচ্ছি যে, আমরা সকলেই মিলে গৌড় সোনামসজিদ জেআর. উচ্চ বিদ্যালয় একটি আরও উন্নত ও সমৃদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি করতে সহযোগিতা করব। আমরা সকলেই একই লক্ষ্যে মিলিত হব, যাতে শিক্ষার্থীদের উন্নত মানের শিক্ষা প্রদান করা যায়। ধন্যবাদ, মোঃ নুর আমিন
গৌড় সোনামসজিদ জেআর. উচ্চ বিদ্যালয় স্কুল পরিচালনা কমিটি সভাপতি | মোঃ নুর আমিন সভাপতি |